০৪ অক্টোবর ২০১৭

গার্গী মুখার্জী

দুর্গা পুজো

পুজো মানে শরৎ হওয়ার উন্মাদনা প্রাণে
পুজো মানে দেদার মজা আড্ডা নাচে গানে।
প্রাণের খেলায় মত্ত সবাই বন্ধু সজন মিলে
শিশুরা সব লাগম ছাড়া বাধা নিষেধ ঢিলে।
আনন্দে সব  মাতোয়ারা মণ্ডপে নাই ঠাঁই
ছেলমেয়েরা এটা, ওটা ,করছে খাই খাই।
পুজো মানে বছর ভোরের সুখের ছোঁয়া মনে
নতুন পোশাক,নতুন জুতো খুশি টগবগ প্রাণে।
ধুনুচি নাচ, সিঁদুর খেলায় বাঙালিরা ঘুমহারা
বিজয়াতেই পুজোর খুশি এবারের মত সারা।
সারাবছর অপেক্ষা তে বাঙালির বড় সুখ
আসছে বছর আবার হবে আশায় বাঁধে বুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন