০৬ আগস্ট ২০১৮

মাসুদুর রহমান

মৌনতা কিশোরীর 

আকস্মিক কোন রঙে রাঙাবে ভেবে তুমি
রাংতা কাগজ মুড়েছিলে, সস্তা রঙ্গের
মলাট বিবর্ণ হয়ে গেলে
রংধনুর কাছে কিছু কালো রঙ ধার নিয়ো
প্রতিবেশী কাক তোমার সঙ্গী হবে
তোমার ঠোঁটের সাথে পাখির ঠোট বড় মেলে
ঠুকরে দেয় বড় ভালবাসতে জানে।
পরমাণু প্রেম কখনো তার বেড়া ডিঙ্গায়নি
শ্যাওলা রঙ্গের শস্যে ঢেকে ছিল বুক
ওইখানে খোদাই করা ছিল কিশোরী প্রতিকৃতি
উদগ্রীব, ঘোমটার আড়ালে কোনও বধু ।
দগ্ধ ভাস্কর্যে গড়া আমি এমনি পাষাণ
কখনো ছুয়ে দেখিনি।
কখনো মৌনতা জন্ম দিয়েছিলো যৌনতার
শৈল্পিক কোন রঙও হয়তবা ছিল
মৌনতা বেখায়ালী এক কিশোরীর নাম 
মৌনতা জানেনা আমার চোখের জলের স্বাদ ।

তাপসী লাহা

মুখবন্ধ


আদতে আকাশ বুঝি ঘোরতরের সীমানা পেরিয়ে ডুবে যাবে সূর্য  নেই গভীর  নিবিড়তায় মৃদু পরিহাসে অমল কম্পনে চিকচিক কমলিমায় এক বিকেল আণচ করে সভ্যতার সব নিবিড়  আকর্ষণ  ইতিহাসের বুনট  রেখে বিভাজনসিদ্ধ  অকল্পিক আরব্ধতায় হাজার বছরের ট্রাম  এক টাত্রাজিক নায়ক শুধু, পিষে দেয় সব প্রমানিত বোধ তবু তরুন বেচে থাকে তারুন্যের প্রাকারান্তরে--তুমি ভেবে নিয়ে লিখে রেখো  দিন শেষের ডায়েরিতে সব বোধ,যাবতীয় স্পৃহায়  হেলায় কেঁদে  ভাসিয়ো  না বেচে থাকার সোউন্দরজে জাগতীক  তুমি অপ্রতীম রেখে যআও জাজাবর সব গাছ,সব পাখি সব নদী সব হাসি সব ফুল;সব কান্নার মহারোলে এক অবরুদ্ধ  তাতপরযো  ব্যাতিরেকে চাপান উতোর খেলে অলওউকীক আগূড়ময় অন্তর্জলিযাত্রায় তাবু  বেচে  থেকো  দুরবাদলে,মহীরুহতায়, জানা নেই বলেই সন্দেহ হয় কি যে ছিল শেষ কথা সব কথার অন্তরালে ।

সুদীপ্ত মণ্ডল

Turn off for: Bangla
স্মৃতি জুড়ে আছে

স্মৃতি জুরে  আছে 
নদীর নির্জনতা দুফুরখানি
নদীতীরে ছিল এক বিরাট বটবৃক্ষ
ছায়া ঘন শীতল আশ্রয়
বটের ঝুরির মত তোমার মাটিও ছুয়েছি
আমি তোমাকে কতবার
যেন গভীর ভালোবাসা এক
এখন মধ্য যৌবনে এসে
আমাদের এক বাড়ি হয়েছে বটে
সাজানো গোছান ফ্লাট
নদী নেই, নদীর নির্জনতা দুফুরখানি
সময়ের কালস্রোতে হারিয়ে গেছে
ব্যস্ত সময় এখন
তোমার অবিন্যস্ত চুলে বিলি
 কাটতে ভুলে গেছে, কবিতাও 
শোনাই না আর
তবু বিকালের আলোয় দেখি
দুটি পাখি কার্নিশ জুড়ে বসে
যেন প্রেমিক প্রেমিকা
প্রেম তুমি বট বৃক্ষ হও
তোমার গোপন ঝুরি নামাও।

শুক্লা মালাকার

দুটি কবিতা 

এই শহর
নক্ষত্রের ফেলে যাওয়া চিঠি
খাজুরাহোর সঙ্গমরত ম্যুরাল
ঘুষ খেয়ে না হওয়া বৃষ্টি
বুকের ভেতর পচে যাওয়া ভালোবাসা,
ম্যজিক হারিয়ে ফেলে
সময় ভুলেছে সুখের টুকরো কুঁচি

শহর জুড়ে ভেসে আছে আধকলি গান




থেমে থাকা সময়

অনেকদিন হল
আমাদের কোনো আলো নেই
সন্ধ্যার মেঠোপথে
হারিয়ে যাওয়া দিনের মতো কাল
সময় থেমে আছে ঝাপসা
উজ্জ্বল অতীত
ঘরবাদাপুঁইমাচা সবজি ক্ষেত
ভেসে যাওয়া সংসার
তলিয়ে যাওয়ার ইতিহাস

কমলারঙের আকাশ আজও আছে
অনেককাল হল আমাদের জীবনে রোদ্দুর ওঠেনি

                   

yxz


zxy


xyz