০২ অক্টোবর ২০১৭

প্রণব

মরণ

অর্থ খুঁজতে ব্যাকুল আমি,বেঁচে থাকার কারণ..
তোর প্রেমেতে গলবো না আর,ভালোবাসা বারণ....
ভগ্ন স্বপ্নের জটিল রোগে,হাঁসফাঁসিত বুক...
হৃদস্পন্দন বাড়িয়ে দেয়,হারিয়ে ফেলি সুখ...
বেশী যত্ন করি বলেই,ছুঁয়ে ফেলে মরণ...
দূরত্ব আমি কমাই বলে,খুঁজে পেলাম কারণ..
তোকে হয়তো ভাববো না আর,ভুলে যাওয়ার সময়....
পৃথিবীটা ফুরিয়ে গেলে,তোকে পাবো বোধহয়...
ইদানীং মৃত্যুটাকে,কেন কাছে ডাকি???
দূর আকাশে ভালোবাসা,মরণ পথ আঁকি....
স্মৃতি নামক শব্দ টুকুও,কেড়ে নিলো সমাজ...
সামনে তোকে খুঁজে পেলে,মনে লাগে লাজ..
লক্ষ লক্ষ সেকেণ্ড গুণে, অভিযোজিত তুমি হও....
পুরনো মুখ কতো দেখি,তাদের কেউই তুমি নও....
জীবন মোড়ের শেষের কোণে,জীবন হেরে যাবে....
নিজের বলে প্রেমের ভাবে,মরণ এসে যাবে....
                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন