২৩ আগস্ট ২০১৭

রূপালী গোস্বামী

কবি প্রণাম

বৈশাখেতে জন্মেছিলে
 প্রয়াণ ভরা শ্রাবণ মাসে ।
দুঃখ,মৃত্যু,বিষন্নাতায়-
অটল হয়ে থাকেন পাশে ।
  ধূপের গন্ধ, ফুল লাগে না
মন্ত্র ছাড়া ঠাকুর পুজো,
 কালি-কলম-কাগজ দিয়ে
মনের মাঝে তাঁকেই খুঁজো ।
   প্রথম তাঁকে চিনেছিলাম তাঁরই সহজপাঠে
শুক্রবারে পদ্মাপারে বক্সিগঞ্জের হাটে ।
  আশিবছর ধরে করেছ সাধনা
কবিতা,গল্প,গান লিখেছ হাজার খানা ।
    আজকে সবাই ভুলেই গেছে
         চাওয়া-পাওয়ার ব্যাথা
চোখ বুজলেই শুনি আমি
     কবির নানান কথা ।
গান-গল্পে দেড়শো বছর
    অমর হল রবির সুর
যেমন ছিলেন তেমন আছেন
    হৃদয় জুড়ে রবিঠাকুর ।
হঠাৎ দেখি নীল আকাশে
   শুভ্র সাদা মেঘে
প্রাণের কবি রবীন্দ্রনাথ
  উঠছেন যেন জেগে ।
যুগ যুগ ধরে তুমি বাঙালির প্রাণ
    মোর হৃদয়তেও তব শুভ অধিষ্ঠান  ।
                বিশ্বকবি রবীন্দ্রনাথ
             তোমায়  জানাই প্রণাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন