২৩ আগস্ট ২০১৭

উৎপল বন্দ্যোপাধ্যায়

ধুলো
 
আমার বিছানা থেকে মেঘ গন্ধ পাওয়া
           মেয়ে আমাকে কি অত দ্যাখো ?
তুচ্ছ ধুলো এখানেও ছিল
শোয়ার নিয়মে কিছু ধুলো জমে
পায়ের পশমিনা খুলে চুমু খেতে গেলে
কিছু ধুলো ঠোঁটে লেগে যায়
কিছু ধুলো মেঘকে বসার জন্য
                         কোল পেতে দেয়
তাইতো কখনও মেঘ তোমার কাজল
        চোখে বৃষ্টি হয়ে নামে

তোমার মরা হাসি থেকে স্মৃতির
                    কুয়াশা ঝরে যায়.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন