২৩ আগস্ট ২০১৭

কবিরুল ইসলাম কঙ্ক



ঋতু পরিবর্তনজনিত

সাগর স্রোতরেখা
ভাসতে ভাসতে মাঝদরিয়ার বন্ধনীতে দেখা ।

কোথা যাও, হে তরল
প্রথম পলকেই হারিয়েছিলাম হৃদয় অতল ।

চোরা ঘূর্ণির দৃষ্টির
কেঁপে ওঠা শরীরকোষে দেদার অঝোর বৃষ্টি ।

তারপরেতেই জ্বর
উষ্ণতায় জ্বলে পোড়ে আমার তাসের ঘর  ।      



   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন