২৩ আগস্ট ২০১৭

রবীন বসু



সকাল

প্রতিটা দিনের শেষে  প্রত্যাশিত অবকাশ চাই
নিজস্ব যাপন-ঘিরে কিছু স্থিতি, কিছুটা বা থই,
নাহলে বিয়োগব্যথা, মন কেমনের বিন্দু বিন্দু ঢল
মাঝরাতে জেগে উঠি বুকে জমে শিশিরের জল l

দূরত্ব যতই বাছি ,  মুখে বলি,  জীবনটা থাক্
তত কাছে সোঁদাগন্ধ খুঁজে নেয় কুকুরের নাক,
তাবলে কী ঘ্রাণ প্রিয়? প্রিয়তর জীবনের দান
বাকি রাত কেটে যায় কানে শুনে তারাদের গান l

নুড়ি ছুঁয়ে, নুড়ি ছুঁড়ে খণ্ড খণ্ড প্রাত্যহিক কাল
শেষমেশ ঘুম ভাঙে, ডেকে নেয় আর একটা সকাল l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন