সন্ধানী
সন্ধানী আনন্দ আজ ধীর পদে
তার চোখ শুধু সুন্দর গিলে যায়
মেঠো আঙুলের পরশে শিহরিত শিমূল
আগামী দিনের আগাম আহ্বান শোনে
মুক্ত সন্ধানী খোঁজে অচেনা ঝিনুক হৃদয়
তিলে তিলে সঞ্চিত নিঃস্বার্থ নীরব ফসল
সাবধানে পা ফেলে সাধন সঙ্গী সাথী
বিশ্বময়ীর আদর ছড়ানো মাটির চাদর...
সন্ধানী আনন্দ আজ ধীর পদে
তার চোখ শুধু সুন্দর গিলে যায়
মেঠো আঙুলের পরশে শিহরিত শিমূল
আগামী দিনের আগাম আহ্বান শোনে
মুক্ত সন্ধানী খোঁজে অচেনা ঝিনুক হৃদয়
তিলে তিলে সঞ্চিত নিঃস্বার্থ নীরব ফসল
সাবধানে পা ফেলে সাধন সঙ্গী সাথী
বিশ্বময়ীর আদর ছড়ানো মাটির চাদর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন