১৯ সেপ্টেম্বর ২০১৮

তাপসী লাহা

মুখবন্ধ



আদতে আকাশ বুঝি ঘোরতরের সীমানা পেরিয়ে ডুবে যাবে সূর্য  নেই গভীর  নিবিড়তায় মৃদু পরিহাসে অমল কম্পনে চিকচিক কমলিমায় এক বিকেল আণচ করে সভ্যতার সব নিবিড়  আকর্ষণ  ইতিহাসের বুনট  রেখে বিভাজনসিদ্ধ  অকল্পিক আরব্ধতায় হাজার বছরের ট্রাম  এক টাত্রাজিক নায়ক শুধু, পিষে দেয় সব প্রমানিত বোধ তবু তরুন বেচে থাকে তারুন্যের প্রাকারান্তরে--তুমি ভেবে নিয়ে লিখে রেখো  দিন শেষের ডায়েরিতে সব বোধ,যাবতীয় স্পৃহায়  হেলায় কেঁদে  ভাসিয়ো  না বেচে থাকার সোউন্দরজে জাগতীক  তুমি অপ্রতীম রেখে যআও জাজাবর সব গাছ,সব পাখি সব নদী সব হাসি সব ফুল;সব কান্নার মহারোলে এক অবরুদ্ধ  তাতপরযো  ব্যাতিরেকে চাপান উতোর খেলে অলওউকীক আগূড়ময় অন্তর্জলিযাত্রায় তাবু  বেচে  থেকো  দুরবাদলে,মহীরুহতায়, জানা নেই বলেই সন্দেহ হয় কি যে ছিল শেষ কথা সব কথার অন্তরালে ।

সুদীপ্ত মন্ডল

আশ্রয়

বট বৃক্ষ হতে গিয়ে
তুমি আমাকে বিলাসী
বনসাই
বানিয়ে দিলে
এক কোণে পড়ে থাকে
অবহেলিত প্রেম।
শোভা পায়
আশ্রয় দিতে পারে না।
 

শুক্লা মালাকার

এই শহর

নক্ষত্রের ফেলে যাওয়া চিঠি

খাজুরাহোর সঙ্গমরত ম্যুরাল

ঘুষ খেয়ে না হওয়া বৃষ্টি

বুকের ভেতর পচে যাওয়া ভালোবাসা,

ম্যজিক হারিয়ে ফেলে

সময় ভুলেছে সুখের টুকরো কুঁচি 


শহর জুড়ে ভেসে আছে আধকলি গান । 

qwe


zxc


asd