০২ সেপ্টেম্বর ২০১৬

ছড়া - শীলা বিশ্বাস

বই বনাম ই-বুক

বুক ঠুকে আজ বলতে হবে
পড়বে তুমি কি বুক ভাই
বইয়ের পাতার গন্ধ কোথায়
ই-বুক খুলেই উঠছে হাই।

বই পড়াতে কতই মজা
যাচ্ছ তোমরা তাও ভুলে
বই মেলাতে যাচ্ছ নাকি
বাচ্চা-বুড়ো আর ছেলে।

কলেজ স্ট্রীটে বইয়ের দোকান
হাজার হাজার নেই গোনা
বইয়ের আমি বইয়ের তুমি
বই দিয়ে যায় জগৎ চেনা।

নতুন ধারার প্রজন্মেতে
বই দেখে আজ আসছে জ্বর
বই পড়া তাই বাতিল এখন
ই-বুক যখন মাথায় ভর।

কৃত্রিমতার যুগেও যে ভাই
কতই সহজ বই পড়া
ধ্যান-ধারণায় পাল্টে গেছে
নতুন যুগের বই তারা।

তবুও তোমায় মানতে হবে
বই পড়াতে আছে যে সুখ
কম্পিউটারের যুগেও যে তাই
বই মেলাতে নতুন মুখ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন