০২ সেপ্টেম্বর ২০১৬

দুটি কবিতা - বিশ্বজিৎ

ছায়া

বড়ো বড়ো অন্ধকার নিয়ে
ঢেউ আলো দেখাচ্ছে।
আছাড় মারছে যত্র-তত্র

ভুলে যাওয়া অথবা
না যাওয়ার মুহুর্ত,
আরও উজ্জ্বল।

তবুও একটা ছায়া আছে
যার হাত ধরে পৃথিবী কতটা স্বচ্ছ…



পছন্দ

চারিদিকে আক্রমণ।
ঈশ্বরও কিছুটা
তোমার উপর অসহায়…
শূন্য ফেটে,
শূন্য আরও বড়ো হয়ে যাচ্ছে…
ভয়ংকর সব ভালোবাসা ধুয়ে
রান্না হচ্ছে পুরনো তরকারি।

হোম নয়।মন্ত্র নয়
চোখ বুজলে,
সম্পর্ক কতটা শিথিল হয়ে আসছে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন