২৬ জানুয়ারী ২০১৬

কৌশিক গাঙ্গুলি

একটি খোলা চিঠি

আপনার সঙ্গে দেখা হলেই মাষ্টারমশাই , 
দেখবেন আমার দুচোখে স্বপ্নের অসুখ । 
বুঝিনা কিভাবে কাটবে জীবন বেপরোয়া , 
এই বাউন্ডুলেপনা আগুন ধরায় না 
শুধু খ্যাপাটে ঝড় উদাসীন মানুষের মতন । 
তারপর মাষ্টারমশাই কোথায় রাখলেন সেই কাঁটার মুকুট ?
দেখুন আমার সঙ্গে ক্রুশকাঠ , ছেঁড়া ট্রাউজারের পকেটে খোলামকুচি । 
পৃথিবীর অবশিষ্ট প্রতিটি সবুজ প্রান্তরে আমার তাবু খাটানো 
আর সারা আকাশজুড়েই রাজত্ব , গান গেয়ে বেড়াই গলা খুলে 
কোনো ব্যাকারণ না মেনে প্রাণের তাগিদে । 
যাদের বুকের মধ্যে ঘরবাড়ি , যাদের হাসির মধ্যে অজস্র মণিমুক্তো ,
 যারা হৃদয় ছোঁয়া মানুষ - এক পৃথিবী ভালোবাসা ,  
মাষ্টারমশাই আমরা তাদের শুধুই তাদের ।  







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন