০২ ডিসেম্বর ২০১৬

অরুণিমা মন্ডল দাস

জলে ডোবা প্রেম

আবেগ
সাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি যেতে মাঝপথে ক্লান্ত ফেরিওয়ালা---
এক লস্যি ঠান্ডা বরফ গোলা ভালোবাসার সরবত খেয়ে --
সুস্থ সামাজিক রঙিন চশমা আঁটানো ফেবিকল চটিভদ্র।
চুম্বকের লোহা আকর্ষন ,অটোতে চটকানো সিন্নি প্রেম।
#
ছেলেটি,
আস্ত ইলিশ মাছের গন্ধে খাওয়ার টেবিলে কুপোকাত সাদা বিড়াল---
লক্ষীপূজোর খই ছিটকে হাতের এনগেজমেন্ট রিং।
পঁাচালীর স্তবক হয়ে যায় করুন প্রেম নিবেদনের কাতরতা ---
তৃস্নার্ত কাকের জলহীন ডোবায় বসে তাকিয়ে থাকা যাযাবর সন্ন্যাসী ,ভরা কলসির দিকে ---
#
মেয়েটি,
শাড়ির আঁচল ছিঁড়ে ছোট্ট টপের চলাফেরা ---
কেঁচো - মন প্রসাদে ভিজে চিড়ে ও গুড়ের মিলন ¡
ঘন্টা বাজলেই পূজো আরম্ভ, ভক্তিতে দরদর ঘাম ---
আলপনাতে ধানের শিষের কাটা ছেঁড়া ---
সিঁদুর মাখা ঘটের টগবগে রক্তের ঢেউ।
হাতে তুলসীপাতা মাথায় চন্দন ---
পূজো শেষে আসন উঠলেই হবে ঘট বিসর্জন?
#
লাল সিঁথির সিঁদুর দুদিকে লাল ,চারিদিকে লাল ,দেখতে লাল, দেখাতেও লাল
পরতে লাল পরাতেও লাল¡
ঘট ডুবল, বেলপাতা ,আমশাখা, গাঁদাফুল ডুবল---
পূজোর স্মৃতি ভক্তির স্পর্শ আলিঙ্গন ডুবল না।
পোড়া মাটির পাত্রটি অসহায় কুরুক্ষেত্রের ভীষ্ম তাকিয়ে জলের নীচে একদৃষ্টিতে বিরহী মজনু। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন