০৩ আগস্ট ২০১৬

কৌশিক গাঙ্গুলি

বৃষ্টি

গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরছে মনে
শেষ দেখার স্মৃতি এখনও অম্লান হয়ে তারপর একদিন
চাকরির সন্ধানে আমি ,
তুমি খুঁজতে চলেছো সংসার ,
এরপর হঠাৎ এক কালবৈশাখী
সব ওলট - পালট
আজকাল আর ভাবতে চাইনা
কিছু , তবু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি
ঝরছে মনে -
আজও সেই বেকার বাউন্ডুলে
আপনমনে কবিতা লিখে চলি ,
পাখিরা যেমন আকাশ নিয়ে ওড়ে
নদীর জল ছলাৎছল নতুন যেন সুর ,
তোমার ছবি ভুলতে পারি নাগো
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরছে মনে
আজও সেই বেকার বাউন্ডুলে
আপনমনে কবিতা লিখে চলি




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন