২৬ জানুয়ারী ২০১৬

মহম্মদ সামসুর রহমান

ফুল হয়ে থাকো 

বরং তুমি ফুল হয়ে থাকো 
যেমন ছিলে আগে 
অনেকদিন আগে; 
ফুল না হলেই অপরের হাতে নষ্ট হতে হয়; 
কবিতার এইটুকুই দাবি 
তুমি ফুল হয়ে থাকো; 
কবিরা ফুল ভালোবাসে 
কবিদের শরীরে কোনো বাগান নেই 
কো্নো গাছ নেই 
তবু কবিরা ফুল ভালোবাসে;
কবিতার হাত ধরে কবিতার পায়ে ঘুঙুর পরিয়ে 
কবিরা স্নান করে কবিতার জলে; 
ফুল দিয়ে মালা গাঁথে কবি 
পরিয়ে দেয় কবিতার গলায় 
কবি মুক্তি চায়- 
প্রেম কবিকে মুক্তি দেয়না কোনোদিনই... 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন