২৯ এপ্রিল ২০১৭

গার্গী মুখার্জী

স্মৃতিপট 

হারিয়ে গেছে রাঙা পথে
উদাস বাউল সুর,
চড়া রোদে গাছের ছায়ায়
ভরপুর দুপুর

হারিয়ে গেছে রাখাল বাঁশি
গরু ভরা মাঠ,
হারিয়ে গেল জল টলটল
দিঘির বড় ঘাট

কোথায় গেল বাঁশের বনে
পাতার শন শন,
বৈশাখী সেই সন্ধে বেলার
সুরেলা কীর্তন

হারিয়ে গেছে বাগদি বুড়ি
সেই গ্রাম্য সুখ,
বুকের মাঝে উথালপাতাল
অতৃপ্তি অসুখ

হারিয়ে গেল ছোট্টবেলার
সুখের স্মৃতি  যত,
বুকের মাঝে বেদনা জাগায়
ঝরা ফুলের মতো
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন