০৪ অক্টোবর ২০১৭

নুরজামান শাহ

রোদের মাখামাখি

গাছের পাতায় রোদগুলো সব কাটছে আঁকাবুকি,
উঠোন জুড়ে দু - একটি রোদ দিচ্ছে এসে উঁকি।
হলুদ পাখি গাছের ডালে সোনার বরণ গা-য়...
রোদ মাখে আর খিদের চোটে পাকুড়দানা খায়।

আমার বাড়ি নিঝুম ভীষণ সরোবরের কাছে,
গাছপালাতে চারিপাশ তার ঘেরাটোপে আছে।
সোনার হরিণ নিত্য দেখি করছে আনাগোনা,
রঙ ছড়ানো রোদ গায়ে তার লাগছে যেন সোনা।

পথ হারানো স্বপ্ন দেখা সেই ছেলেটার মন,
আজও তাকে ডাকছে কাছে ইচ্ছেপলাশ বন।
ইচ্ছে আবার দূর আকাশের রোদের মাখামাখি ,
পরশ পেতে তাই সে খোঁজে ইচ্ছেডানার পাখি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন