২৩ আগস্ট ২০১৭

ঈশাণী ব্যানার্জী



উদাস হাওয়ায়
   
   আমায় ডাকে কোন উদাসী
   আমার প্রাণে বাজায় বাঁশী,
   ছোটে যে মন মৈঠো বাঁশীর টানে
   ছোটে হৃদয় চেয়ে তোমার পানে;
   বয় যেমনে অঝোর শ্রাবণ ধারা
   তোমার সনে মন যে পাগল পারা
   স্বপ্নে তোমার রঙে রঙিন হওয়া
   শেষ বেলাতে তোমায় কাছে পাওয়া
   বৃষ্টিস্নাত রাতের আবিলতা
    তোমার মনের স্নিগ্ধ আবেশতা
   গভীর রাতের মুগ্ধ মাদকতায়
   ঊষার আলোর শান্ত স্নিগ্ধতায়,
   আমি তোমার উদাস বাঁশীর টানে
   হারিয়ে গেছি কোন সে মেঠো গানে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন