০১ সেপ্টেম্বর ২০১৬

রাজর্ষি বিশ্বাস

ঝাপসা

হারিয়ে গেছে সেই দিনগুলো,
ফিরে তো  আসবে না,
স্মৃতির জানালা খুলে দাঁড়িয়ে থাকা একা একা,
আজ শুধু আনমনা সময়

আজ আর ফিরবেনা দিনগুলোহারিয়ে গেছে......
কখন বড়ো হয়ে উঠেছি সেই স্মৃতি গুলো সাথে করে,
কখন ব্যস্থ হয়েছি--,
কখন যে আলাদা জগৎ তৈরি করে ফেলেছি,
তা শুধু সময় জানে

আজ চিঠি লেখার পালা ফুরিয়েছে,
নতুন যুগের সাথে পা লাগিয়ে চলা,
Whatsapp r facebook আছেযেমন থাকে,
Message করার সময় কোথাই!
শুধু দেখা হইকথা হই রঙের আনাগোনাতেশুধু......
ব্যস্থতার মাঝে পরে স্মৃতিগুলোও ঝাপসা হয়েছে।।

জীবন অনেক নাকি একটাসেসবের মাঝে এটা একটা,
বদলেছে সময় বেরেছে বয়স,
শুধু স্মৃতির বন্ধ বাক্সটার ভিতরে তাকিয়েহাই হুস...আর-
ব্যস্থতা আর থ্রুসতেসানের মাঝে চশমার কাঁচটা
মাঝে মাঝে ঝাপ্সা দেখা যাই...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন