০১ সেপ্টেম্বর ২০১৬

মিরাজুল হক

আত্ম-অন্মেষা

কি আর কবিতা লিখব !
কবিতার ভাষা খুঁজে না পাই ;
সদামনে মনে ভাবি তাই
যা-তা লিখলে পাব কি পাঠক কুলে ঠাই ?
ভাবি বসে একাকী
কবিতার ভাষা কোনদিন খুঁজে পাব কি?
ফুল তো অনেক ফুটে ফুল বাগিচায়
গোলাপ ছাড়া অন্য ফুল কারো নজর না যায়
নগণ্য আমি পাব কি পাঠক কূলে ঠাই!
আমি বলি কী তাই, মানুষ কেন গোলাপের চায়,
বলি শুনো হে সখাগণ,
শুধু গোলাপ নয়,নয় কেন সূয্যমুখি
তোমার চিত্ত  যদি হয় বিকশিত
নগন্য 'ভাটফুল করিবে হৃদ পুলকিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন