০১ সেপ্টেম্বর ২০১৬

দুটি কবিতা - হৈমন্তী বন্দ্যোপাধ্যায়

শেষের পাতা থেকে

মেয়েতুমি শেষ কবে শরীর ঢেকেছো মনে পড়ে?
শেষ কবে ঘোমটাটা মাথায় আটকে থাকলো?
কবে শেষবারের জন্য এক ঝটকায় সরিয়েছো 
তোমার দিকে ধেয়ে আসা লালায়িত জন্তুটাকে?
মনে পড়ে কবে শেষবারের মতো ঘেন্নায় 'থুঃবলেছিলে?
কবে তোমার সারা পিঠ বুক ঘামে ভিজেছিলো ভয়েতে শেষ?
শেষ কবে ছ্যাঁকায় চিৎকার করে ককিয়ে উঠেছো মেয়ে?
লজ্জায় দুহাত দিয়ে আগলে রেখেছো মুখ শেষ কবে মনে পড়ে?
শেষ কবে নখের আঁচড়ে বিষিয়েছে তোমার শরীর?
মনে পড়ে শেষ কবে চিলেকোঠায় উঠে একমুঠো আলো কুড়িয়েছিলে?
শেষের পথ ধরে হাঁটতে গিয়ে শেষবার 
কবে শেষ হয়েছো মনে পড়ে শেষের পাড়ার মেয়ে?
                                                 

আবদার 

আবদার,  তুই মাথাচাড়া দিস বারবার।
রোজ ছুঁস অবাধ্যতায়।
আলগা করে বেঁধে দিসএঁকে দিস আলোর আঁকিবুঁকি।
সারা শরীরে তোর প্রতি চুমুকের দাগ।
রাতের অন্ধকারে তারাগুলো জোনাকি হয়ে ফুটে ওঠে তোর ঠোঁটে।
আমি তাদের স্বাদ পাই রোজ রাতে।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাক সবটাতে।
আমি মুগ্ধতা পাই।
কথার খেই হারায় চুপচাপ শিথিল শরীর।
থামতে চেয়েও পারেনা উপচানো প্রেম প্রতি নিশ্বাসে।

তবু আবদারতুই মাথাচাড়া দিস বারবার। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন