০৮ মার্চ ২০১৪

ইন্দ্রনীল


খেয়ালী / ৩৬


যে আকাশে স্বপ্নেরা বাঁচে সেখানে যাইনি বহুদিন
এখানে জীবন্ত লাশের স্তুপ পেরোনো দায়
অক্সিজেন মাপার মাপদণ্ড নেই আমার কাছে
চৌকাঠবিহীন ঘরে এসবের দরকার হয় না ।

শান্ত শীতের রাতকে দেখেছি কাছ থেকে
এখানে বাঁচার সুত্র আলাদা
চলার রাস্তা নির্দিষ্ট এখানে
জীবনের লম্বচ্ছেদ ঘটে প্রতিনিয়ত
ব্রাউনীয় গতিতে লেগে যেতে পারে
অনাকাঙ্খিত পূর্ণচ্ছেদ ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন