০৮ মার্চ ২০১৪

সৌরভ হোসেন


একখণ্ড উড়ন্ত স্বাধীনতা 


একপেট স্বাধীনতা চোঁয়াঢেকুর তোলে রোজ
বাইপাশের ধারে রুট বদলায়
রেডরোডের মধ্যরাতে আমি উদোম হই
ঘূর্ণাবর্তের বৃষ্টি ঝেপে নামে
ভেজা ল্যাম্পপোস্টের না ঘুমানো রাত
লজ্জায় মুখ ঢাকে, মুখ লুকায়, চোখ কচলায়
টিটকিরি কাটে ঘাসফড়িঙ ব্যাঙের ছাতা ।
গলা থইথই স্বাধীনতার বদলে
একখণ্ড মেঘের স্বাধীনতা পেতে বড় ইচ্ছে করে আজ
ওগো রৌদ্র ভেজা মেঘ
আমাকে তোমার মতো একখণ্ড উড়ন্ত স্বাধীনতা দেবে ?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন