০৩ নভেম্বর ২০১৬

সুদীপ্ত মন্ডল

জন্মের দাগ

জন্মের দাগ কবেই ভুলেছি
সুতো ছিড়ে ফেলেছি
নাড়ির টান নেই
সব ভুলেছি
নিজের মাকেও রেখে এসেছি
বৃদ্ধাশ্রমে
ভুলতে ভুলতে নিজের
দেশের নামও ভুলেছি


মায়ের কথা

মায়ের কথা মনে পড়লেই
সন্ধ্যাপ্রদীপের কথা মনে
পরে যায় আমার
তুমি প্রদীপের আলো ভুলে
নিয়ন আলোয় ঘর সাজালে
সত্যি কী আলোয় ভরেছে
কেমন আমায় মাতালে!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন