১১ এপ্রিল ২০১৬

গার্গী মুখার্জী

ইচ্ছে পাখি 

ইচ্ছে পাখি ইচ্ছে পাখি আকাশময় ওড়ে, 
ইচ্ছে পুতুল জন্ম নিল দুঃখী মায়ের ঘরে। 

ইচ্ছে পাখি স্বাধীন তুমি ইচ্ছে ডানায় ভর, 
ইচ্ছে পুতুল আজকে আপন কালকে তুমি পর। 

ইচ্ছে পাখির ইচ্ছে আপন আপন মনের রাজা, 
কারও কথায় যায় না এসে কেউ দেয় না সাজা। 

এর ইচ্ছে তার ইচ্ছে সবার ইচ্ছে জেনে 
ইচ্ছেপুতুল ভুলেই গেছে আপন ইচ্ছে মানে 

ইচ্ছে দড়ির টান দিয়ে সব নাচায় পুতুল নাচ 
নাচতে পুতুল তৈরি সদাই এটাই যে তার কাজ। 

ইচ্ছে পুতুল ভুলেই গেছে ইচ্ছে ডানা তার 
সবার সাধ মিটিয়ে কেন বইবে জীবন ভার। 

ইচ্ছে পাখি ইচ্ছে পুতুল বাড়ুক না এক সাথে, 
স্বাধীন আকাশ উড়ে বেড়াক দিনে এবং রাতে । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন