০৮ এপ্রিল ২০১৬

কৌশিক গাঙ্গুলি

কেয়ার করি না 

যাদের গা ভর্তি চুলকানি অথচ গায়ে তসরের পাঞ্জাবি , 
আমরা তাদের কেয়ার করি না । 
যারা দলবেঁধে দাদাগিরি করে আবার গ্রেফতারের ভয়ে লুকিয়ে থাকে, 
আমরা তাদের কেয়ার করি না । 

যারা কাজ ফুরিয়ে গেলে চিনতে পারেনা , 
আচরনে থাকে ঔদ্ধত্য , আমরা তাদের কেয়ার করিনা । 
যারা দেশের কথা বলে নোট কামায় , মিথ্যা প্রতিশ্রুতি দেয় , আমরা তাদের কেয়ার করিনা ।
 যে নারীরা মিথ্যা বদনাম দেয় , যে পুরুষেরা রেপকে বীরত্ব ভাবে আমরা তাদের কেয়ার করিনা । 
যে সন্তানেরা মা-বাবাকে অবহেলা করে , 
যে পিতা-মাতা সুসন্তানকে  অনাদর করে , আমরা তাদের কেয়ার করিনা , 
যারা মাতৃভূমির ক্ষতি করে , যারা অন্ধকার ভালোবাসে , আমরা তাদের কেয়ার করি না । 
যারা গুনীদের অপমান করে আর অপরাধীদের স্যালুট করে আমরা তাদের কেয়ার করিনা । 
যারা অর্থের জোরে মনুষত্যকে ছোটো করে ,ভন্ডামি করে , আমরা তাদের কেয়ার করিনা । 
যারা মানুষকে পুতুল ভাবে বা মৌলবাদী , ধ্বংসই নেশা - আমরা কেয়ার করিনা তাদের ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন