০৮ এপ্রিল ২০১৬

যোগেন বিশ্বাস

বাঁচো  

জ্বালা ! বড্ড জ্বালা, আজ তীব্র বিষে 
সমাজ, আজ কঠিন নাগপাশে । 
আর কতদিন ? সহিবে সবে, 
সবই যে আজ ধ্বংসের পথে ! 

সমাজের মাঝে বাসা করছে ঘুন 
চারপাশে হচ্ছে কেন খুন ? 
জাগো আজ হে মহামানব 
ধ্বংস করো সব যন্ত্র দানব । 
মানবতা, আজ বেশি প্রয়োজন 
কিছু ক্ষেত্রে হচ্ছে আয়োজন । 
পেছনে ফেরার নাই সময় 
তোমাকে আজ সবারই প্রয়োজন । 
করুণা নয়, অর্জন করো 
ভিক্ষাবৃত্তি বর্জন করো ! 
নিজের হাতেই, হালটি ধরো 
সম্মুখেতে এগিয়ে চলো। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন