০৬ আগস্ট ২০১৮

শুক্লা মালাকার

দুটি কবিতা 

এই শহর
নক্ষত্রের ফেলে যাওয়া চিঠি
খাজুরাহোর সঙ্গমরত ম্যুরাল
ঘুষ খেয়ে না হওয়া বৃষ্টি
বুকের ভেতর পচে যাওয়া ভালোবাসা,
ম্যজিক হারিয়ে ফেলে
সময় ভুলেছে সুখের টুকরো কুঁচি

শহর জুড়ে ভেসে আছে আধকলি গান




থেমে থাকা সময়

অনেকদিন হল
আমাদের কোনো আলো নেই
সন্ধ্যার মেঠোপথে
হারিয়ে যাওয়া দিনের মতো কাল
সময় থেমে আছে ঝাপসা
উজ্জ্বল অতীত
ঘরবাদাপুঁইমাচা সবজি ক্ষেত
ভেসে যাওয়া সংসার
তলিয়ে যাওয়ার ইতিহাস

কমলারঙের আকাশ আজও আছে
অনেককাল হল আমাদের জীবনে রোদ্দুর ওঠেনি

                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন