০৬ আগস্ট ২০১৮

মাসুদুর রহমান

মৌনতা কিশোরীর 

আকস্মিক কোন রঙে রাঙাবে ভেবে তুমি
রাংতা কাগজ মুড়েছিলে, সস্তা রঙ্গের
মলাট বিবর্ণ হয়ে গেলে
রংধনুর কাছে কিছু কালো রঙ ধার নিয়ো
প্রতিবেশী কাক তোমার সঙ্গী হবে
তোমার ঠোঁটের সাথে পাখির ঠোট বড় মেলে
ঠুকরে দেয় বড় ভালবাসতে জানে।
পরমাণু প্রেম কখনো তার বেড়া ডিঙ্গায়নি
শ্যাওলা রঙ্গের শস্যে ঢেকে ছিল বুক
ওইখানে খোদাই করা ছিল কিশোরী প্রতিকৃতি
উদগ্রীব, ঘোমটার আড়ালে কোনও বধু ।
দগ্ধ ভাস্কর্যে গড়া আমি এমনি পাষাণ
কখনো ছুয়ে দেখিনি।
কখনো মৌনতা জন্ম দিয়েছিলো যৌনতার
শৈল্পিক কোন রঙও হয়তবা ছিল
মৌনতা বেখায়ালী এক কিশোরীর নাম 
মৌনতা জানেনা আমার চোখের জলের স্বাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন