০৬ আগস্ট ২০১৮

সুদীপ্ত মণ্ডল

Turn off for: Bangla
স্মৃতি জুড়ে আছে

স্মৃতি জুরে  আছে 
নদীর নির্জনতা দুফুরখানি
নদীতীরে ছিল এক বিরাট বটবৃক্ষ
ছায়া ঘন শীতল আশ্রয়
বটের ঝুরির মত তোমার মাটিও ছুয়েছি
আমি তোমাকে কতবার
যেন গভীর ভালোবাসা এক
এখন মধ্য যৌবনে এসে
আমাদের এক বাড়ি হয়েছে বটে
সাজানো গোছান ফ্লাট
নদী নেই, নদীর নির্জনতা দুফুরখানি
সময়ের কালস্রোতে হারিয়ে গেছে
ব্যস্ত সময় এখন
তোমার অবিন্যস্ত চুলে বিলি
 কাটতে ভুলে গেছে, কবিতাও 
শোনাই না আর
তবু বিকালের আলোয় দেখি
দুটি পাখি কার্নিশ জুড়ে বসে
যেন প্রেমিক প্রেমিকা
প্রেম তুমি বট বৃক্ষ হও
তোমার গোপন ঝুরি নামাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন