১৯ অক্টোবর ২০১৮

কবিরুল ইসলাম কঙ্ক

এড়িয়ে যাওয়া রিপোর্টিং

হাতের মুঠোয় ধূসর অস্তিত্বের গলনাঙ্ক 
চেতনার অভ্যন্তরে ঘুণপোকার বাসা
পড়ন্ত রোদে সোনালি দিনের স্মৃতি আলাপন 
মননের ছত্রছায়ায় যাওয়া এবং আসা ।

বেবাক রশ্মি ধাঁধাঁ রাস্তায় হন্যি পাগল 
গোলমেলে হিসাবে উদ্ভ্রান্ত ক্যালকুলেটর ,
মহাকাশ গমনেচ্ছু সাজানো ভোগ রকেট 
জিরো আওয়ারের প্রতীক্ষায় সয় নাকো তর ।

সাগর ফেনায় ভাসে বাস্তবের তৈলচিত্র 
কল্প নোঙর ফেলে অচিন -দ্বীপ্‌ 
ঘুম নেই পৃথিবীর হাজার কোটি চোখে 
বেঁচে আছে সব আবেগে ... আক্ষেপ...

আলো আঁধারের নীরবতায় শতাব্দী বদল 
ভুলে যাই কোনখানে চুম্বন দিলাম ,
যেসব রিপোর্ট লিখতে বলা হয়েছিল 
সবাই এড়িয়ে গেছে আমিও এড়িয়ে গেলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন