১৯ অক্টোবর ২০১৮

শান্তা কর রায়

নিষ্ঠা কোথায়

মোহরগুলো কোথা থেকে এলো বলে যাই
সাপের মতো মেধায় ঢুকছিল মূর্ছিত মন্ত্রধ্বনি

একদা কবিতা অগ্নিকোণে ফিরছিল বাড়ি
তার নিজের ভাষায় ফিরছিল কিনা
জানার আগেই থেমেছিল

শেষদিনের কাজ ছিল অনুবাদ ঘিরে
পরজীবী আমি আমারই ভিতর উঠি আর বসি
বাঁশি বেজে বেজে ডেকে গেছে কতবার ঘুম ভাঙেনি
ঘুমের দেশে কোলাহল বলে গেছে
তেমনি আমার মতো গাছপালাদের জন্য
নতুন অভিধান কল্পনা করো
প্রস্তুতি নিচ্ছে স্বপ্নদ্রষ্টা আগুন
সৃষ্টির ব্ল্যাকহোলে জমা হবে নিরর্থক কাব্য
যদি খুলে দ্যাখো অথবা বোলাও হাত
অন্ধও দৃষ্টি ফিরে পাবে সন্ধের পরে

তারপর দ্বন্দ্বকিলবিল দুচোখের বিষ
ওরা লেনিন ভেঙেছিল   ।
সঠিক দৃষ্টি ফোকাস করে রাখো
আমারই অন্তঃস্থলে
দেখতে পাবে থরেবিথরে সাজান
চেতনার স্তর থেকে অবচেতনে শুধু তোমরা আমাকে ভাঙো লেনিনের মতো

যেমন করে মন্দির, মসজিদ ভাঙো  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন