১৯ অক্টোবর ২০১৮

সানি সরকার

হাসপাতালে লেখা কবিতা : অক্টোবর-২০১৮

কখনো এমন হয়, ছায়াটির খুব কাছটিতে
ডানা ঝাপটে চলে যায় লক্ষ্মীপেঁচা
গোল থালার মতো একটি টিপ ফুঁড়ে ওঠে আপনার কপালে
নাতিদীর্ঘ ওই উদবেগ থেকে আমরা চুপিচুপি নেমে আসি...
উদ্বাস্তু ক্যাম্পে, সেখানে ঢোলক ঘুমিয়ে ঘুমিয়ে
পেরোন নদী, পেরোন নিঃঝুম চাষ মাঠ, আর
ঠিক তখন-ই নাচনীর পায়ের ঘুঙুরের শব্দে রোদটুকু ওঠে
#-
কখনো এমনও হয়, আমরা দীঘল কপাল পেতে রাখি
প্রেমিক-ঈশ্বরের খাঁচায়, ও-আমার নিশুতি বালিকা
ক্রমশ দ্বীপান্তর থেকে নেমে আসেন ধূর্ত-পাগলের বুকে
#-
জ্বরের বালক হাসপাতালের কেবিনে শুয়ে  
দ্যাখেন ছবিগুলি জ্যান্তব, হেঁটে হেঁটে আসে
খুব স্পষ্ট নয়, তবু পড়ে নেয়া যায় ঠিক, আলগোছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন