১০ জানুয়ারী ২০১৪

ইন্দ্রনীল

খেয়ালী / ৩৩ 




মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে রং 
সুধু ইউনিফর্মের রংটা বেঁচে আছে এখনো 
বহু বছর আগে ছিল শিকড়ে লেগে থাকা মাটির ঘ্রাণ
যেভাবে নদী সাগরে মিশে হারিয়ে যায় নিজের নাম 
সেভাবেই আমিও হারিয়েছি আমার নাম 

আমাদের তাঁবুতে আলো জ্বালা মানা 
কখনো কখনো রাতের রঙ্গমঞ্চে 
অজান্তে ঢুকে পড়ে কিছু অবাধ্য আলো
তাড়াতাড়ি উঠে দাঁড়াই আয়নার সামনে 
বৃথা খুঁজি, চেনা ঘ্রাণ 
এখানে শুধুই বেঁচে আছে আমার ইউনিফর্মের রংটা  





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন