১০ জানুয়ারী ২০১৪

সৈকত ঘোষ

সপ্তম তরঙ্গ 

জীবন থেকে ইতিহাসটা বাদ দিলে 
তারকাটা টেলিফোনের মতো  
পড়ে থাকে যৌবন 

রক্ত মাখা স্ট্রেফ্রি গ্রিটিং কার্ড নয় 

পৃথিবীর সবকটা জানালার ওপারে 
মুখগুলো একই 

চায়ের কাপে কথারা বাষ্প হয় 
কথারা কি দায়বদ্ধ ?

সরকার ক্লিনচিট না দিলেও 
নাভির নীচ থেকে পৃথিবী আঁকা হয় 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন