১১ জানুয়ারী ২০১৪

কবিরুল ইসলাম কঙ্ক


আমাদের গৃহকোণ



সন্ধিযুক্ত বেমানান অস্তরাগ, স্বাভাবিক ভূকম্পন
ক্রমাগত ভেঙে দেয় বোশেখের মজবুত জোড়
স্বপ্নের জানালায় চিরাচরিত রঙিন রুমাল
নদীর উজানে দিশেহারা প্রতিশ্রুতির মোড়

ঘোরে আছি । ঘরে আছি । আছি খোলা আকাশে
বিপ্লব চেতনায় আকাঙ্ক্ষার বিকল্প অর্থনীতি
কাকে দেব রাজার পার্ট ? ভাবতেই হঠাৎ সূর্য
বুকের বোতাম খুলে দেখায় রোদের পিরিতি

জমি-জমা-জামা সব একই মুদ্রা । বদলায় পিঠ
এবং সেখানে আবহমানকালের চাবুক দাগ
মেনে নিয়েছি শাসন, গোলা শূন্য উদাসি দুপুর

আমাদের গৃহকোণে নিরন্ন খুদের অন্তরীন ফাগ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন