১০ জুলাই ২০১৫

মনিরুদ্দিন খান

শূন্য মুহূর্তের কবিতা 


দুই পারে আলো ছিল 
দু'পারেই অন্ধকার 
    নেমেছে কখন, খেয়ালই করিনি! 

বিপন্ন ঢেউয়ের পানে তাকিয়ে দেখেছি 
আলোটুকু নিভে গেলে 
অন্ধকার কীরকম গাঢ় হয়ে ওঠে- 
শ্বাপদের চোখের মতন 
    নক্ষত্রেরা জ্বলে ওঠে  


পায়ের তলার মাটি সরে সরে যায় 
ভালবাসাহীন এক পৃথিবীর 'পরে  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন