০৩ আগস্ট ২০১৪

সতীশ বিশ্বাস

ভাঙা ডালপালা 

যখন বুকের মধ্যে কষ্ট শব্দহীন
তখন একটু যদি রুক্ষস্বরে কথা বল তুমি
লতার অগ্রভাগ নুয়ে পড়ে দুঃসহ ভারে
মনে হয়-- তলহীন বালিশে তলিয়ে যাচ্ছে মাথা
মনে হয়-- তীক্ষ্ণ খাড়া পাথরের ওই যে দেয়াল
মুখে তার ভাষা নেই--শ্রবণশক্তি নেই-- শুধুই আগুন...
তবুও কুড়িয়ে নিই কাঙাল আঙুলে ডালপালা
তবুও গুছিয়ে বাঁধি কাঁপাকাঁপা স্বপ্নদেখা হাতে
তবুও আঁকড়ে ধরি ভঙ্গুর সুতোর শরীর
নাক উঁচু রেখে ভাবি-- মানুষের দোষ নেই কোন
সংসারে মানুষেরা--  মানুষেরই মতো । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন