০৩ আগস্ট ২০১৪

সৈকত ঘোষ

বিতর্কিত পঙ্গপাল 


 সিরিয়ার শিশু মৃত্যুর দায়ভার আপনি 
এড়াতে পারেন না 
বিতর্কিত পঙ্গপাল বলে সংবাদপত্রে 
আপনি যে লেখাটি লিখেছেন 
সেখানে কোথাও পথের উল্লেখ নেই 

মানুষ কি পঙ্গপাল হোতে পারে!

টিভিতে মাঝে মাঝে আপনাকে দেখি 
খুব সুন্দর গুছিয়ে কথা বলেন আপনি 
আপনার মতে 
কলেজগার্ল কলগার্ল এর পার্থক্য:উভয়েই 
যে কোনো সময়ে মৌমাছি থেকে 
মধুতে রূপন্তরিত হোতে পারে 
পোস্টমর্টন: টেস্ট টিউবে অন্তর্বাস যাচাই 
 করার মতন 
জাতীয় বিপর্যয়: কোনো সঠিক সঙ্গা আপনি দেননি 
তবে
আর একটা উত্তরাখন্ড আমরা দেখতে চাই না 
শিরোনামে দেখতে চাই না আর একটা কামদুনি
সীমান্তে পাঁচ জন জওয়ান মরলেও 
আপনার চায়ের কাপে একদানা চিনিও 
কম পরে না | লাঞ্চ ব্রেকে যখন আপনার প্রিয় 
রেশমি কাবাবে তৃপ্তির কামড় লাগান তখন কি মনে হয় ?

শরীর নিরাকার ঈশ্বর হোলে
জংলী ফুলের গন্ধেও করে ইচ্ছেরা 
তাদেরই বা দশ কী...
আপনারাও তো ব্রেকফাস্ট টেবিলে  সুখী দাম্পত্ত্য
রাতে পারভাটেড!

আর একটা দিল্লী হোলে দামিনীরা
মোমবাতি মিছিলেই শেষ হয়ে যায় 

আপনি না সমাজতাত্ত্বিক, আপনি না বুদ্ধিজীবি
সুতরাং তার দায়ভার আপনার ওপরেও বর্তায় 
আমি বলি কি স্যার
                       পথ একমাত্র পথ 
                       সোজা বা উল্টো  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন