০৩ আগস্ট ২০১৪

মামনি দত্ত


মানসী



বিষাদ অন্তিমে রেখেছি শ্বাশত ফুলের মতো সময়
নির্জীব স্নায়ু হারিয়েছে যে কোণ,
এসো .. বিষাদ অন্তিমে রেখেছি শ্বাশত ফুলের মতো সময়
নির্জীব স্নায়ু হারিয়েছে যে কোণ,
এসো ..সেই খানে তোমার কলম ছোঁয়াও কবি,
অতি সন্তর্পনে আজ আমি জেগে উঠি
রচনারীতি প্রানরুপ মরু কান্তার পাড় হয়ে
ক্রম অগ্রসরমান আমার অনু পরমাণু অসম্ভবতায়-
শ্বেতপদ্ম চাঁদ কোমল সুরে নেমে এলে
তুমি আঙুল রেখো সুগন্ধি গোলাপ ঠোঁটে
তিরতির করে বয়ে যাওয়া নিয়তির বিনম্র ঘোষণা,
তারা খসা মুহুর্তে পা রাখো পেখম বৃত্তের অন্দরমহলে -
সসাগরা পৃথিবী অলক্ষ্যে কৃষ্ণ সম নীল
ভাসিয়ে রাখে পুষ্পভার নাভিমূলের চারপাশে
আর তোমার কলম থেকে কোলাজ সন্ধ্যায়
অগুনতি কবিতা থরেবিথরে পড়ে থাকে,
তুমি রোদ্রছায়াতরু পাড় হয়ে অসীমত্ব ধারণ করো,
বস্তুত কোন একদিন ভালবাসার তীব্রতায় রেনু রেনু হয়ে ঝরে
পড়ার সাথে তোমাতেই ফিরবো
আড়ফেরতা পায়ের ছাপ বুকে ধরে 
 সেই খানে তোমার কলম ছোঁয়াও কবি,
অতি সন্তর্পনে আজ আমি জেগে উঠি
রচনারীতি প্রানরুপ মরু কান্তার পাড় হয়ে
ক্রম অগ্রসরমান আমার অনু পরমাণু অসম্ভবতায়-
শ্বেতপদ্ম চাঁদ কোমল সুরে নেমে এলে
তুমি আঙুল রেখো সুগন্ধি গোলাপ ঠোঁটে
তিরতির করে বয়ে যাওয়া নিয়তির বিনম্র ঘোষণা,
তারা খসা মুহুর্তে পা রাখো পেখম বৃত্তের অন্দরমহলে -
সসাগরা পৃথিবী অলক্ষ্যে কৃষ্ণ সম নীল
ভাসিয়ে রাখে পুষ্পভার নাভিমূলের চারপাশে
আর তোমার কলম থেকে কোলাজ সন্ধ্যায়
অগুনতি কবিতা থরেবিথরে পড়ে থাকে,
তুমি রোদ্রছায়াতরু পাড় হয়ে অসীমত্ব ধারণ করো,

বস্তুত কোন একদিন ভালবাসার তীব্রতায় রেনু রেনু হয়ে ঝরে
পড়ার সাথে তোমাতেই ফিরবো
আড়ফেরতা পায়ের ছাপ বুকে ধরে । 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন