০৩ আগস্ট ২০১৪

মোহছেনা পারভীন

আমার গ্রামের গল্প


আমার গ্রামের গল্প শুনবে
এমন আছো কেউ?
বুকে বইছে দুখের  নদী
চোখে নদীর ঢেউ
পুকুর ভরা মাছ ছিল
রুই কাতলা কৈ
মাঠ ভরা ধান ছিল
ঝুড়ি ভরা খই

মধুমাসে ফলের গন্ধে
উতাল হতো মন
আমার গ্রামের ফলগুলো সব
সাত রাজারই ধন
নদীর ধারে বসে যখন
চুপটি করে রই
দোলনায় দোল দিতো এসে
আমার প্রাণের সই

গোল্লাছুট কানামাছি
নিত্যদিনের খেলা
খেলতে খেলতে কখন  যে
গড়িয়ে যেতো বেলা। 

মায়ের বকা খেতে খেতে
চোখে আসতো ঘুম
আব্বু এসে চুপটি করে
গালে দিতো চুম
গল্প গুজব দুষ্টুমিতে
করেছি সময় পার
নিশ্চিন্তে তাল পুকুরে
কেটেছি সাঁতার
কোথায় সেই পুকুর
আজ কোথায় প্রাণের  সই
এই শহরে বদ্ধ ঘরে
একলা জেগে রই
গল্পটাতো সত্যি  বলছি
একটুও নেই খাদ
গ্রামগুলো শহর এখন

বিষণ্নতার ফাঁদ । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন