১৪ অক্টোবর ২০১৫

যোগেন্দ্রনাথ বিশ্বাস

হঠাৎ ছড়া 


সুকুমার রায়,
এই দিকে আয় ।


আয় আয় করি তবু,
কেন আসেনা ?
কবিতায় গা ভাসাই,
কেন ভাসে না ।


ভাসবে কি করে ?
এ কঠিন অঙ্ক, 

উলুধ্বনি দে সবে
বাজা রে শঙ্খ । 


সুকুমার রায়,
আমি তবে যাই । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন