১৬ অক্টোবর ২০১৫

শ্যামলকান্তি দাশ

তথাস্তু 

বনের বাঘ, পথ ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছি,
একটু হালুম হুলুম না করলে চলে ?
এইটুকুই তো বাঘের অলঙ্কার!
মনের দুঃখে আজ সারাদিন ঝাঁপাঝাঁপি করলাম,
হুঙ্কার দিলাম। কেউ ঘুরেও দেখল না

অঞ্চলপ্রধান বদ রাগী মানুষ
পেটে লাথ মারলেও এক ছটাক বিদ্যে বেরোবে না
তিনি আমাকে ঘাস পাতার পাহাড় দেখিয়ে বললেন:
যান, খেয়ে নিন,
বেশি চেঁচালে জিভ ছিঁড়ে ফেলব কিন্তু!

তাঁবুর ভেতর থেকে তাঁকে একবার
জুলজুলে চোখে নিরীক্ষণ করলাম,

তারপর অস্ফুট শব্দে বললাম : তথাস্তু



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন