১৪ অক্টোবর ২০১৫

অনামিকা লাহিড়ী

কথার কাহিনী 


কথা তোমার, জ্বালা কত 
তোমায় নিয়ে  যত কচকচি,
লোকে বলে তুমি নাকি অবলার ভাষা,
বিপ্লবের সুর নাকি তুমিই দাও,
তুমিই নাকি বিশ্বজুড়ে দাও শান্তির ভাষা  
এই তোমার জন্যই তো হয়েছে কত যুদ্ধ 
আজও তোমায় নিয়ে শুধুই চোখরাঙানি,   
এখন একটাই কথা--"চোপ্ রাও"
তাহলে ?
তোমায় কি ভুলতে হবে এবার ?
বলতে গেলে কাঁপবে এবার ঠোঁট ? 
তুমি না থাকলে তো জীবন নিস্তরঙ্গ ;
আবেগের ছন্দ আসে তোমাতে,
তুমি যতই জ্বালাও কথা
তুমি আসবে, তুমি থাকবে, তুমি বলবে । 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন