০৭ জুন ২০১৬

খুশবু

সংকেত 
আমার সভ্যতা কৃষ্ণকালো অন্ধকারে নিমজ্জিত 
শালীনতা বিবস্ত্র,শুধু নিরীহ মুখ; 
যৌবনের তর্জনী সংকেতে বিরহ। 

বুকের ভেতর স্নিগ্ধ শূন্যতা, 
বিশ্ব-ভুবন চারদিকে খাঁ-খাঁ 
শান্তির মলিন বাতাস বয় না, 
ধর্ম আর রাজনীতির কলে 
পিষ্ট শুধু অবহেলিত মানুষ। 

বিষাক্ত বাতাসে শুধু পোড়া গন্ধ, 
চারদিকে অরা পুড়ছে আর পোড়াচ্ছে। 

তবু কত রঙিন প্রতিশ্রুতি 
পোড়া বাতাসের অগ্নিলাভায় 
তোমরা ভেজা বাতাস পাবে ! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন