০৭ জুন ২০১৬

জৈদুল সেখ

অপ্রত্যাশিত যন্ত্রণা 

থাক না সে রূপের বাতি, তা হৃদয় থেকে দিয়েছি, 
সব ভুলের ব্যথা, বেদনা, যন্ত্রণা মাথা পেতে নিয়েছি। 
আমার এ অন্ধকারের হাত ধরে তুমিই বরং আলোকিত হও 
শুকতারা মতো দিশাহারাদের দিশা দেখাও। 
চেয়ে থাকা চাতক চাইছে এক পশলা বৃষ্টি 
ঘনোঘোর কালো আকাশের পানে একপলক দৃষ্টি  
পড়ার অপেক্ষা, তুমি ফিরবে, হয়তো বা নিরবে 
এখন আমার শরীর অসাড়, কিন্তু তুমি ডাকলেই যাগবে! 
সকাল থেকে সন্ধ্যা আগের মতোই উপাসনা  করি 
বসন্ত আসবেই আসবে, কৃষ্ণচূড়া জাগবে, তাতে বাঁচি আর মরি। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন