০৭ জুন ২০১৬

অভিজিৎ রায়

যুগলবন্দী 

অন্য আমি বন্য হয়ে মনের ভিতর দিচ্ছি ডাক, 
এই সময়ে কোথায় তুমি যাচ্ছ রেখে মনের ফাঁক! 
ইচ্ছে হলেই হালুম ডাকি, আঁচড় কাটি ক্যানভাসে, 
মুখ ঘুরিয়ে তোমার ছবি, দেখছি তোমায় ক্যাকটাসে, 
অন্য তুমি বন্য হয়ে কামড়ে ধরো আমার কান, 
শরীর জুড়ে শিরার তারে শুনছি দুজন এ কোন গান! 
বর্ষা জুড়ে ভিজবে জানি মেঘ বাদলে গাছপাতা; 
আজকে বুঝি ভিজছে মাটি, যৌবনেরই মৌনতা । 
অন্য আমি অন্য তুমি'র যুগলবন্দী সুর খোঁজে, 
মন শরীরে যায় মিলিয়ে , দেহের হৃদয় সুর ভাঁজে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন