০৭ জুন ২০১৬

সৌরভ হোসন

রাজপথের চুম্বন 

জীবনের খেজাল ফেলে যাচ্ছে যে সমস্ত নিশ্বাস
নিশ্বাসের পলস্তারা আর বিকিকিনির বাউলজল...
তাদের সবাই আজ আলপথ ছেড়ে রাজপথে
মিথ্যার বেলুনে বেলুনে  ভরে গেছে আকাশ , আকাশের দিকশূন্যপুর
ল্যামপোস্টের আলো কবেই বা আকাশ ছুঁতে পেরেছে ?
অন্ধকারের বাজারে আর যাইই বিক্রি হোক....
প্রেম বিক্রি হতে পারে না

আমি এখন রাজপথে
তুমিও চৌকাঠ পেরিয়ে রাজপথে এসো
পৃথিবীতে প্রথম বোমাটা বিস্ফোরণের আগেই ...
আমাদের প্রথম চুম্বনটা রাজপথের সকালকে উপহার দিতে হবে
রাজপথে যে আজ চুম্বনের বড়ো অভাব   





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন