০৫ জুলাই ২০১৬

রাজেশ চট্টোপাধ্যায়

গুচ্ছ কবিতা


বোতাম খুলে রেখ না
ছায়া ঢুকে যাবে...
আলোর অভাবে
আর বোতাম লাগাতে পারবে না।


নতুন জুতো কিনে যে বৃদ্ধ
খালি পায়ে হেঁটেই ঘরে ফেরে
সে প্রকৃত মাটির মানুষ


ব্যথার অপর নাম চিঠি
ভর নেই
তবু অনেকটা ভারী,
খামের নিখোঁজ তাকে ব্যথিতা করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন