০৫ জুলাই ২০১৬

দেবাশিস বিশ্বাস (মুরারি)

শ্যামলী পাখির মতো

আকাশের তলে শ্যামলীর চোখে মুখে উচ্ছ্বাস,
ট্যাক্সি চেপে স্বপ্নের শ্বশুর বাড়ি ;
চারদিকে কুটুম্বের দল যেন বাধ ভাঙা নদী;
অদূরে সাগরের চোখে সাগর নেমেছে ;
জোড়াহীন একটি শালিখ সাগরের দিকে আড়চোখে চায়,
একটি ফড়িং নাকের ডগায় ঠোকা মারে ;
পুকুর জলের ডুমুর তলে একটি মোটা ধোড়াসাপ আড়মোড়া দেয় ;
সাগর অপলক !
হঠাৎ একটা চড়ুই-এর ফুড়ুৎ পাখার বাড়ি সাগরের মাথায়,
সম্বিত্-এ সাগর দেখে ব্যাংক্ অফিসারের হাতে শ্যামলীর হাত,
ট্যাক্সির গতি আশি ;
সাগর প্রশ্ন করে না ;
কেননা আকাশটা তার ছাদ
থামটা সে নিজে,
বসুন্ধরা ঘরের মেঝে;
শ্যামলী পাখির মতো ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন